Bangladesh Fisheries Information Share Home (In brief, BdFISH) is an online platform. For sharing fisheries information, BdFISH is launched by Professor Dr. ABM Mohsin and Shams Muhammad Galib. To build up an easy access database of fisheries information, BdFISH shares fisheries relevant information special reference to Bangladesh through different initiatives. Such as –

  • Popular Publication Unit:
    • BdFISH Feature
      fisheries features special reference to Bangladesh
    • BdFISH Bangla
      বাংলাভাষায় মৎস্য বিষয়ক তথ্য শেয়ারের অনলাইন মঞ্চ
    • BdFISH Gallery
      image gallery relevant to Bangladesh fisheries
    • BdFISH Dictionary
      online fisheries dictionary special reference to Bangladesh
    • BdFISH Magazine
  • Scientific Publication Unit:
  • Archive Unit:
  • Service Unit:
  • Organizing Unit ( To organize Quiz, Debate, Olympiad, Seminar, Conference, Fair, Exhibition, Film Show, Study tour etc.).

Bangladesh is rich with her large numbers of fish and other fisheries fauna and flora, vast areas of open, closed and semi-closed water-bodies and other fisheries resources such as manpower, equipment, institutions, industrious etc. Moreover the environmental condition and geographical location is suitable for fish and other aquatic organism as well as favorable for fisheries and aquaculture. In the circumstance, Fisheries Science plays a vital role for the management and conservation of fisheries resources and development of aquaculture. We strongly believe that sharing fisheries information will prove as an effective strategy in this process. People, interested in sharing fisheries based information, can join BdFISH and can play an important role in its development. All activities of BdFISH are not-for-profit as well as voluntary.

 

Our Vision, Mission, Values and Strategy:

  • Vision: an online platform for sharing fisheries information
  • Mission: To share fisheries information among the students, researchers, teachers, personnel and others (people) who are interested
  • Values: Volunteerism, honesty, accountability, self dependence and love for sharing fisheries information are the main keys to our development
  • Strategy: Sharing fisheries information (is an effective strategy for the development of fisheries science and technology)

 

এক নজরে বিডিফিশ

বাংলাদেশ ফিশারীজ ইনফরমেশন শেয়ার হোম, সংক্ষেপে বিডিফিশ (Bangladesh Fisheries Information Share Home, in brief BdFISH) ফিশারীজ বিষয়ক তথ্য শেয়ারের একটি অনলাইন মঞ্চ। বিডিফিশ প্রফেসর ড. এবিএম মহসিন এবং শামস মুহাম্মদ গালিব কর্তৃক যাত্রা শুরু করে। ফিশারীজ বিষয়ক তথ্যকে সহজ প্রাপ্য করার লক্ষে ও উদ্দেশ্যে বিডিফিশ নিম্নোক্ত কার্যক্রম পরিচালনা করে আসছে যার সবগুলোই অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক। যথা –

Popular Publication Unit: BdFISH Feature, BdFISH Bangla, BdFISH Gallery, BdFISH Dictionary; Scientific Publication Unit: BdFISH Journal : Journal of Fisheries; Archive Unit: BdFISH Document, BdFISH Event, BdFISH YellowPage, BdFISH Reference; Service Unit: BdFISH Answer, BdFISH Quiz, BdFISH Workshop; Organizing Unit ( To organize Quiz, Debate, Olympiad, Seminar, Conference, Fair, Exhibition, Film Show, Study tour etc.).

বাংলাদেশের রয়েছে অসংখ্য মাছ ও অন্যান্য মৎস্য প্রজাতি, বিশাল এলাকার উন্মুক্ত ও বদ্ধ জলাশয় এবং জনশক্তি ও মাছ সংগ্রহের বিবিধ যন্ত্রপাতির মতো অন্যান্য মৎস্য সম্পদ। মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবনযাপন ও চাষের জন্য এ দেশের পরিবেশের অবস্থা ও ভৌগোলিক অবস্থান অনুকূল ও উপযুক্ত। এ অবস্থায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য চাষের উন্নয়নে মৎস্যবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা মনে করি মৎস্য তথ্য শেয়ার করা মৎস্যবিজ্ঞান ও এ সেক্টরের উন্নয়নে একটি কার্যকরী কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফিশারীজ বিষয়ক তথ্য একে অন্যের সাথে শেয়ার করতে আগ্রহীরা বিডিফিশ-এ যোগ দিয়ে এই কার্যক্রমকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।

আমাদের প্রত্যেকের মাঝে রয়েছে অমিত সম্ভাবনাময় শক্তি। সে শক্তিকে কাজে লাগিয়ে আমরা মানুষ ও দেশের জন্য তিল তিল করে গড়ে তুলছি বাংলাদেশ সংশ্লিষ্ট মৎস্য বিষয়ক তথ্য আদান-প্রদানের এই অনলাইন মঞ্চ। আমরা চাই তথ্য হোক উন্মুক্ত ও সহজপ্রাপ্য। যাতে সহজই প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে মানুষ উন্নত করতে পারে নিজেকে ও দেশকে। তাই বিডিফিশ কেবলমাত্র একটি সাইট নয় বরং একটি প্রত্যাশার নাম। আপনিও অংশ নিন আমাদের সাথে। আপনার জানা মৎস্য বিষয়ক তথ্য অন্যদের সাথে শেয়া করে মানুষ ও দেশের উন্নয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন আর নিজের কাজকে ছড়িয়ে দিন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে…।

বিডিফিশ সম্পর্কে আরও জানুনএর উন্নয়নে আমাদের সাথে থাকুনআমাদের বন্ধু হোনআমরা হাত বাড়িয়ে দিয়েছি, আপনিও দিনমৎস্য সংশ্লিষ্ট তথ্য জানতে ও জানাতে আমাদের সাথে যোগ দিনইতোমধ্যে আমাদের সাথে যারা যোগ দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ । আপনার মূল্যবান মতামত জানাতে সংশ্লিষ্ট পাতায় মন্তব্য করুন অথবা এই পাতা থেকে আমাদেরকে ইমেইল করে জানান। আপনার প্রতিটি মতামতই আমাদের পথ চলার পাথেয় হয়ে থাকবে।